কাউনিয়ায় ৭ দিন ব্যাপি স্যানিটারি ন্যাপকিন তৈরী প্রশিক্ষন সমাপ্ত  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ২০:৪৮ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় কাউনিয়া উপজেলা পরিষদের বাস্তবায়নে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর আর্থিক সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কারিগরি সহযোগিতায় ৭দিন ব্যাপি স্যানিটারি ন্যাপকিন তৈরী প্রশিক্ষন বৃহস্পতিবার বিকালে সমাপ্ত হয়। কোভিট-১৯ মহামারীতে আর্থিক ভাবে ক্ষতিগ্রাস্থ দরিদ্র ও অতিদরিদ্র মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন তৈরী প্রশিক্ষন সমাপ্তি উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। 

মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, জাইকা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন প্রমূখ। প্রশিক্ষনে উপজেলার ৩০জন বেকার যুব মহিলা অংশ গ্রহন করে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত