কাউনিয়ায় ৬ মিনিটের ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড, আহত-১৫

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১০:১৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০০

কাউনিয়া উপজেলার হারাগাছ, শহীদবাগ ও বালাপাড়া ইউনিয়ন সহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত মঙ্গলবার রাতে ঘুর্ণিঝড়ে ও শিলা বৃষ্টিতে ৩শতাধিক বাড়ী-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি, হাট-বাজার, শতশত গাছ-পালা, উর্তি ফসল ধান, পাট, ভুট্টা ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। অসহায় মানুষ গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। 

উপজেলা আর-কে রোড সহ গ্রামীন সড়ক গুলোতে রাস্তার উপর গাছ ভেঙ্গে পড়ায় যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের খুটিঁ ভেঙ্গে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। ঝড়ে পল্লীমারী মুন্সীপাড়া হাফেজি মাদ্রাসার ঘর ভেঙ্গে ১০ ছাত্র, ঘর-বাড়ী ভেঙ্গে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জন মাদ্রাসা ছাত্র কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসা ছাত্র মমিনুল ইসলামের অবস্থা আশঙ্কা জনক। নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়, পল্লীমারী উচ্চ বিদ্যালয়, পল্লীমারী আর্দশ প্রি-স্কুল, পল্লীমারী মুন্সী পাড়া হাফেজি মাদ্রাসার ঘরের টিনের চালা উড়ে গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় কেন্দ্র চর একতার ১০ টি ঘরের চালা উরে গেছে, বারান্দার পিলার ভেঙ্গে গেছে। ঘরের উপর গাছ পরে মোট ১৫ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের বাড়ীঘর ভেঙ্গে তারা খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। গোপিডাঙ্গা গ্রামের হাফেজ আলী বলেন মাত্র ৬ মিনিটের ঘুর্ণিঝড়ে সব কিছু উলটপালট হয়ে যায়। এমন ঘুর্ণিঝড় তিনি তার জীবনে কোনদিন দেখেন নাই। পল্লীমারী গ্রামের আইয়ুব আলী বলেন তার থাকার ৩টি ঘর মাটির সাথে মিশে গেছে। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, তার ইউনিয়নে শতাধিক বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। 

হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ জানান তার ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। উপজেলার কমবেশি ৬ ইউনিয়নেই ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। বাকী ৪ ইউনিয়নে শতাধিক করে ঘরবাড়ি ঝড়ে পরে গেছে। 

উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহমিনা তারিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। 

উপজেলা চেয়ারম্যান তার ব্যাক্তিগত তহবিল থেকে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে প্রায় ২লাখ টাকা বিতরণ করেন। নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে, যথাসাদ্ধ সহযোগিতার করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত