কাউনিয়ায় ৫৩৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৮:১০ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:২০
কাউনিয়ায় বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায়, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অ লের এবং প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারন প্রকল্প [৪র্থ পর্যায়] কাউনিয়া স্কাউটস এর আয়োজনে মঙ্গলবার কাউনিয়া বালিকা বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
শুরুতে ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভুমি, আন্দোলনের সাংগঠনিক কাঠামো, স্কাউটের মৌলিক বিষয়, বিভিন্ন শাখার প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা ও গাইবান্ধা শাখার বাবু সুধীর চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা আফিসার আরিফ মাহফুজ। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলি, প্রধান শিক্ষক ফাকের সরকার প্রমূখ। কোর্সে কাউনিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষক অংশ গ্রহণকরেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত