কাউনিয়ায় ২১০জন শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৬:৫৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে অসহায় মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে কুলি, হোটেল শ্রমিক, পান দোকানদার এবং মটরশ্রমিকদের গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বালাপাড়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা ক্যাম্পাসে অসহায় দরিদ্র শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার প্রমূখ। রেল স্টেশন এলাকার ৩৫জন শ্রমজীবি এবং ১৬৬ জন মটর শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাউল ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত