কাউনিয়ায় ১০০ উন্নত পাট বীজ উৎপাদন চাষি প্রশিক্ষণ 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৩

সোনালী আঁশের সোনার দেশ, পাটপন্যের বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কাউনিয়ার আয়োজনে পাট চাষিদের দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একে এম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমূখ। আধুনিক পদ্ধতিতে পাটবীজ উৎপাদনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ১শ' জন নির্বাচিত পাট চাষী অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত