কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৪:৫৯ | আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০৮
1.jpg)
কাউনিয়ার হলদী বাড়ি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাসকে সাইট দিতে গিয়ে শনিবার সকাল ৭ টার দিকে একটি পিকাপ ভ্যান যার নম্বর- ন-১১-১২৭৮ গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে পিকাপ ভ্যানের ড্রাইভার সহ ৪ জন গুরুতর আহত হয়।
এলাবাসী আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়লই চর পাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র শহীদুল ইসলাম (৩৮) চায়না বেগম (৩৭) মিম মনি (০৬) ও জিয়াম (২৫)। পিকাপ ভ্যানটি ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। ৩ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রংপুর মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত