কাউনিয়ায় স্বাস্থ্য বিধির বালাই নেই ছাত্র-ছাত্রীদের টিকা দান কর্মসূচিতে
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৯:০০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:২৯
সরকার ঘোষিত প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য টিকা দান কর্মসূচি কাউনিয়ায় কোন স্বাস্থ্য বিধি ছারাই চলছে। টিকা প্রদানে রয়েছে নানা অব্যবস্থাপনা।
সরেজমিনে বৃহস্পতিবার কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা গেছে নানা অব্যবস্থাপনার মাধ্যে দিয়ে চলছে টিকা দান কর্মসূচি। কাউনিয়া থেকে প্রায় ১৫কিঃমিঃ দুর থেকে আজ হারাগাছ উচ্চ বিদ্যালয়ের প্রায় ২হাজার ছাত্র-ছাত্রী আসে টিকা নিতে। একই সাথে ছেলে মেয়েদের টিকা দেয়ায় তৈরী হয় নানা জটিলতা। কিছু কিছু বখাটে ছেলে ঠেলাঠেলি করে মেয়েদের গায়ে পরতে দেখা গেছে। একসাথে এতো গুলো ছাত্র-ছাত্রীকে টিকা দেয়া হচ্ছে মাত্র একটি কেন্দ্রে ফলে চরম জলিটতা তৈরী হয়।
বিষয়টি নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে কিছুটা নিয়ন্ত্রনে নেয়। অনেক অভিভাবক মন্তব্য করে বলেছেন এতো দুর থেকে ছাত্র-ছাত্রীদের এখানে না এনে প্রতিষ্ঠান ভিত্তিক দিলেই ভাল হতো এবং শতভাগ নিশ্চিত হতো। ভায়ারহাট বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান জানান, এতো গুলো মেয়ে নিয়ে এতো দুর থেকে টিকা নিতে কিভাবে যাব তানিয়ে চিন্তিত আছি। মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহাফুজ জানান, আমরা চেষ্টা করছি সামাজিক দুরুত্ব বজায় রেখে টিকা কার্যক্রম পরিচালনা করতে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন জানান, অধিক সংখ্যক ছেলে মেয়ে উপস্থিত হওয়ায় আমি নিজে এসে টিকা প্রদানে সহযোগিতা করছি। টিকা বাহিরে নিয়ে গিয়ে দেয়ার কোন সুয়োগ নাই। সবমিলে কাউনিয়ায় ছাত্র-ছাত্রীদের টিকা কর্যক্রম চলছে স্বাস্থ্য বিধি না মেনে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত