কাউনিয়ায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৬:২৮ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বহুল কাংখিত ও আলোচিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শনিবার অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে এসে শেষ হয়। উদ্বোধন অনুষ্ঠিান উপভোগ করারা জন্য উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, সমবায় কর্মকর্তা জাহাঙ্গির আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, ডিজিএম জোবায়ের আলী বসুনিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিল, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান প্রমূখ। মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন পর্যন্ত সকলে অডিটরিয়ামে অবস্থান করেন। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত