কাউনিয়ায় সমবায় পরিবহন পক্সিখরাজ-৪ এর উদ্বোধন
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৫:৪৬ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৯
৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমতি লিঃ এর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সমবায় পরিবহন পক্সিখরাজ-৪ এর রবিবার উপজেলা পরিষদ ক্যাম্পাসে উদ্বোধন করা হয়।
সমবায় পরিবহন পক্সিখরাজ-৪ এর উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুব উল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও বণিক সমবায় সমিতির সাবেক সম্পাদক সারওয়ার আলম মুকুল, এসআই স্বপন, ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমতি লিঃ এর সভাপতি আব্দুস ছালাম, সম্পাদক সাইফুর রহমান মুক্তা, সহ সভাপতি গফুর আলী মন্ডল, পরিচালক নজুরুল ইসলাম, আকবর আলী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মুশি, সাবেক ছাত্রলীগ সভাপতি ফিরোজ সরকার, সাবেক মেম্বর মন্তাজ আলী প্রমূখ। ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমতি সমবায় আন্দোলনের মাধ্যেমে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ১৯৮৪ সাল থেকে এলাকায় কাজ করে চলেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত