কাউনিয়ায় শীতের আগমনে লেপ তোশকের কারিগররা ব্যস্ত সময় পার করছেন

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১৮:১৪ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১

ইতোমধ্যে রংপুরের কাউনিয়ায় দিনে গরম আর রাতে শীতের ঠান্ডা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। জলবায়ুর পরিবর্তনে অনুভূত হচ্ছে শীতের আমেজ। শীতের আগমনি বার্তা কড়া নাড়ছে প্রকৃতিতে। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে কাউনিয়ায় বিভিন্ন দোকানে হিড়িক পরেছে লেপ-তোশক তৈরীর। ধুনকররা তুলা ধুনা করে তৈরী করছেন লেপ তোশক। 

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধার আগেই বিশেষ করে রাতে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাস্তা সহ বিভিন্ন এলাকা। কুয়াশার সাথে হিমেল হওয়ায় শীতের আমেজ দুশ্যমান। ফলে শীত মোকাবেলায় শীতের পোষাক ও লেপ-তোশক কিনছেন মানুষ। এতে এসব দোকানে ভিড় জমেছে। উপজেলার মধুপুর এলাকার ধুনকর রাসেল ও কাশেম বলেন প্রতিদিন তারা ২টা থেকে ৪টা লেপ-তোশক তৈরী করতে পারে। প্রতিদিন তাদের ৮শ থেকে ১হাজার টাকা রোজগার হয়। সেই টাকাই সংসার চালায়। ক্রেতা মকবুল হোসেন বলেন আসছে শীত, এখন দিনে গরম রাতে শীত অনুভত হচ্ছে। শীত বেশি হয় আমাদের জেলায় তাই আগে ভাগেই লেপ তৈরি করে নিতে আসছি। লেপ-তোশক দোকানদার শফিক বলেন-এখনো শীত তেমন পড়েনি, তবে রাতে হালকা শীত অনুভত হয়। তাই লোকজন শীত নিবারনের জন্য শীত বস্ত্রের প্রতি ঝুকছেন। উপজেলার বাসস্ট্যান্ড, রেল স্টেশন, তকিপলবাজার, হারাগাছ, টেপামধুপুরসহ বিভিন্ন স্থানে দেখা গেছে, লেপ-তোশকের সব দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কাপড় ও তুলার দাম বেশি। বর্তমানে শিমুল তুলা ৪০০ থেকে ৬০০ টাকা, কার্পাস তুলা ৩০০ থেকে ৩৫০ টাকা, কালো রাবিশ তুলা ৪০ থেকে ৫০ টাকা এবং সাদা তুলা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় তুলার দাম বাড়ার সঙ্গে সঙ্গে কাপড়ের প্রতি গজে ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। মাঝারি ধরনের একটি লেপ বানাতে খরচ হচ্ছে ১২০০ থেকে ২০০০ টাকা। তোশক বানাতে ১৫০০ থেকে আড়াই হাজার টাকা খরচ পড়ছে। কাপড় ও তুলার দাম বাড়ার খরচ বেশি লাগছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত