কাউনিয়ায় শিক্ষার্থীদের জন্য মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা অনুষ্ঠান
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১৯:১১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৪০
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কালীন বীরত্বগাথা শুনানো অনুষ্ঠান বুধবার বিকালে টিপু মুনশি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ সচিব ও প্রকল্প পরিচালক (বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প) ড. মোঃ নূরুল আমিন। শিক্ষার্থীদের মুক্তি যুদ্ধের বীরত্ব গাথার গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, সাবেক ডেপুটি কমান্ডার শ্রী অনন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক। উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। অংশ গ্রহন করে কাউনিয়া কলেজ, কাউনিয়া মহিলা কলেজ, কাউনিয়া বালিকা বিদ্যালয়, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় ও নিজপাড়া আহমাদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা। বীরত্বগাথা শুনানো শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত