কাউনিয়ায় রিক্সা ভ্যান ও লেবার শ্রমিক সমিতির ইফতার মাহফিল

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১৪:৩৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৩

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রিক্সা ভ্যান ও লেবার শ্রমিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। 

স্কয়ার ল্যাবরেটরি স্কুল মাঠে রিক্সা ভ্যান ও লেবার শ্রমিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোসাব্বের হোসেনের সহধর্মিনী ও ফেইসবুক পেজ হাল ছেড়ো না বন্ধু'র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, আরিফা ফুড প্রোডাক্ট এর ম্যানেজিং ডাইরেক্টর আতাউর রহমান, সাংবাদিক জহির রায়হান, রিক্সা ভ্যান ও লেবার শ্রমিক সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত