কাউনিয়ায় মিল চাতাল মালিক সমিতির আলোচনা সভা
প্রকাশ: ১২ মে ২০২২, ১৯:৫৭ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৬
রংপুরের কাউনিয়ায় মিল চাতাল মালিক সমিতির আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি সেকান্দার আলী, সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য ওয়াহেদুজ্জামন, রুস্তম আলী, আঃ জলিল, মজিবর রহমান, আনোয়ার হোসেন, আলহাজ্ব মজিবর রহমান প্রমূখ। সভায় সরকারী খাদ্য গুদামে সরকারী ভাবে রোরো চাউল সংগ্রহ বিষয়ে বিস্তারিত আলো চনা হয়। সভায় জানান হয় চলতি মৌসুমে সরকার কাউনিয়া ১৮৭৫ মেঃটন ৪০ টাকা দরে ক্রয় করবে এবং মিলানদের চুক্তির মেয়াদ ১৬ মে ২০২২ নির্ধারন করা হয়েছে। এছারও প্রতি মিলার বরাদ্দের চাউলের তিন গুন এবং অটো মিলার ৫ গুন ধান গুদামে রাখতে পার্।ে এছাড়া অতিরিক্ত ধান গুদাম জাত করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত