কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
কাউনিয়ায় মাঠের পর মাঠ আমন ক্ষেতে সবুজের সমারোহ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩
চলতি মৌসুমে খড়া ও বন্যার পর আমন ধান ক্ষেত পরিচর্যা করে ঘুরে দাড়িয়েছে কাউনিয়ার কৃষক। বর্তমানে মাঠের পর মাঠ সবুজের সমারোহ। কৃষকের সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধান ক্ষেতের মাঝে। সবুজ ধান ক্ষেত ঘিরে কৃষকের রয়েছে অনেক স্বপ্ন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে তালপাকা গরম ও হাল্কা হাওয়ায় দোল খাচ্ছে দিগন্ত জুড়ে আমন ধানের ক্ষেতে সবুজের হাসি। সবুজের চাদরে ঢাকে গেছে মাঠের পর মাঠ। খড়া ও বন্যা কাটিয়ে উঠে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ধান ক্ষেত পরিচর্যায় থাকা কৃষক আল আমিন জানান, এবার বৃষ্টি না হওয়ায় পানির সংকট থাকায় শ্যালো মেশিনের সেচ দিয়ে আমনের চাষ করায় খরচ হয়েছে বেশী। বাজারে ধানের দাম পাওয়া যায় না। তবুও ধান চাষ ছাড়তে পাচ্ছি না। ঘরের ধানের ভাত খাব এই আশায়। আবার ধান কেটে ঘরে তুলে জমিতে চাষ করবেন রবি শস্য। মৌসুমের শুরুতে চারা রোপনের পর পরই বৃষ্টি অভাবে খড়া তারপরই বন্যায় ক্ষতি পুষিয়ে রোপন কৃত ধানের চারা কৃষকের নিবিড় পরিচর্যায় দ্রæত বেড়ে ওঠছে। তাই সবুজে ছেয়ে গেছে ধানের ক্ষেত। আর দিগন্ত জুড়ে সবুজের মাঝেই উকি দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। সার, বীজ, কীটনাশক সংকট না থাকার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ কৃষকের আমন চাষে গতি বাড়িয়েছে আরো এক ধাপ। সবুজ পাতায় বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ভালো ফলনের আশায় আমন ধান পরিচর্যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পারকরছেন। বিস্তীর্ণ মাঠজুড়ে নজর কাড়ছে আমন ক্ষেত। শুধু সবুজ আর সবুজ ধানের চারা। যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমাহার। বর্তমানে মাঠের যে অবস্থা প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছেন কৃষক। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, কাউনিয়ায় রোপা আমন ধাণের লক্ষমাত্র ধরা হয়েছে ১১হাজার ৪শ ৫৮ হেক্টর জমিতে।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান, কৃষকদের স্বপ্ন পুরনের মাধ্যমে ক্ষুধা মুক্ত, খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে নানা উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি বিভাগের আন্তরিকতায় কৃষিতে লেগেছে আধুনিকতার ছোয়া। ক্ষেতের অবস্থা আপাতত ভালোই দেখা যাচ্ছে। আশা করছি ভলনও ভাল হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত