দেখার কেউ নেই
কাউনিয়ায় ভেজাল প্রসাধনী বিক্রির ব্যবসা জমজমাট
প্রকাশ: ১২ জুন ২০২২, ১৯:৫৩ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪
রংপুরের হারাগাছ পৌরসভাসহ উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজারের মার্কেট ও প্রসাধনীর দোকান গুলোতে অবাধে বিক্রি করা হচ্ছে নকল ও ভেজাল প্রসাধন সামগ্রী। প্রকাশ্যে এমন ভেজাল ও নকল প্রধান সামগ্রী বিক্রি করা হলেও এ বিষয়ে সরকারি তদারকি কোন সংস্থার যেন দায়বদ্ধতা নেই। বিখ্যাত ব্র্যাণ্ডের প্রসাধনীর বোতল কিংবা কৌটা, লেবেল ও ট্রেডমার্ক হুবাহু নকল করে ভেজাল প্রসাধনী তৈরি করে বিক্রি হচ্ছে অবাধে। বাসাবাড়ী থেকে ব্যবহার্য পণ্য সামগ্রীর আসল মোড়ক সংগ্রহ এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী লটে কিনে এসব বাজারজাত করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। হারাগাছপৌর শহরে প্রসাধন সামগ্রী কিনতে আসা শিক্ষার্থী আখি ও মালিহা বলেন, প্রতিটি প্রসাধনীর দোকানেই দেশি-বিদেশি প্রসাধন সামগ্রীতের দোকান সাজানো থাকছে। দেশি প্রসাধন সামগ্রীর সাথে সাথে বিভিন্ন দেশের লেবেল লাগানো প্রসাধন সামগ্রীও বিক্রি হচ্ছে। কোনটি আসল আর কোনটি নকল সেটি বোঝার কোন উপায় নেই। তাছাড়া সাধারণ ক্রেতাদের পক্ষে জানাও সম্ভব হয় যে, যে দেশের লেবেল লাগানো আছে, সেটি আসলেই সেই দেশের কি না ? সরকারি ভাবে বিষয়গুলো তদারকি হওয়া দরকার।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন প্রসাধন সামগ্রীর দোকানী বলেন, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে প্রসাধন সামগ্রী কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন বলেন, নকল ও ভেজাল প্রসাধন সামগ্রী ব্যবহারের কারণে ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় ব্যবহারকারীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন বলেন, উপজেলার কোথাও যেন ভেজাল বা নকল পণ্য বিক্রি না হয়, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত