কাউনিয়ায় ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা শ্বশুর গ্রেফতার

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১০ মে ২০২৩, ২০:৪৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪

কাউনিয়ায় ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় প্রতিবেশী চাচা শ্বশুর ফারুক হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। থানা ও মামলা সূত্রে জানাগেছে গত মঙ্গলবার বিকেলে বল্লভবিষ্ণু গ্রামে ওই নারী (২৮) নিজের পালিত গরুর খাদ্যের জন্য বাড়ীর পাশে ফারুকের ভুট্টা খেতে ভুট্টার পাতা তুলছিল। ওই নারী ফারুকের প্রতিবেশী ভাতিজা বউ। ভুট্টার পাতা তোলার সময় ফারুক খেতের ভেতরে প্রবেশ করে ওই নারীকে জোড় পূর্বক ধর্ষণেরর চেষ্টা করে। ওই নারীর চিৎকারে লোকজন এগিয়ে গেলে ফারুক পালিয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে সন্ধায় স্থানীয়রা ফারুককে আটক করে। খবর পেয়ে রাতেই ঘটনান্থলে পৌছে ফারুককে হেফাজতে নেয় পুলিশ। ফারুক হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় 

গত মঙ্গলবার রাতে ওই গৃহবঁধূ বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় প্রতিবেশী চাচা শ্বশুর ফারুক হোসেন কে আসামী করে মামলা করেছে। আটক ফারুককে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত