কাউনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ২০:০৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:১১

কাউনিয়া উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের  বাস্তবায়নে ব্ল্যাক বেঙ্গল জাত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা সোমবার প্রাণি সম্পদ অফিস মাঠে অনুষ্ঠিত হয়।

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা উপলক্ষে আলোচনা সভা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারবীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন প্রাণি সম্পদ সম্প্রসারন অফিসার ডাঃ আহসান হাবিব, উপসহকারী প্রাণি সম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, ভিএফএ উজ্জল চন্দ্র, লুৎফর রহমান প্রমূখ। আলোচনা শেষে খামারী আহসান হাবিব ও নির্মল চন্দ্র কে এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। মেলায় ১০টি স্টল স্থান পায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত