কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত, দুর্ভোগে জনগণ

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৭:১১ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত, রংপুর জেলা পরিষদে জনস্বার্থে রাস্তার ধারের গাছ কাটার কথা বলা হলেও অদৃশ্য শক্তির বলে কাজ হচ্ছে না। ফলে কাউনিয়ার মীরবাগে ২বছরেও পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ কাজ শেষ হয়নি, চরম দুর্ভোগে জনগণ।

সরেজমিনে উপজেলার মীরবাগ বাজার এলাকায় গিয়ে দেখা গেছে মীরবাগ বাসস্টান্ড থেকে লিং রেলগেট পর্যন্ত ১০১৭ মিটার ড্রেনের কাজ সমাপ্ত না করে ফেলে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ড্রেনের রড গুলো মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেনের কাজ শেষ না করায় রাস্তার কাজ করতে পারছেনা সেই সাথে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী সহ জনসাধারনের। কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, ১ কোটি ১৫লাখ ৮হাজার ৪৩২ টাকা ৫% লেসে ১০১৭ মিটার রাস্তার একপাশের্^ ড্রেন নির্মানের কাজটি পায় কুড়িগ্রাম জেলার ঠিকাদার মোক্তার আলী। গত ১জানুয়ারী থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত কাজের সময় সীমা ছিল। কিন্তু রাস্তার ধারে রংপুর জেলা পরিষদের গাছ থাকায় ঠিকাদার কাজটি শেষ করতে পারেনি। এরপর তার আবেদনের প্রেক্ষিতে সময় বৃদ্ধি করে ৩ ক্টোবর ২৩ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। জেলা পরিষদে ২০২১ সালে ৭টি লিখিত ও পরবর্তিতে বহুবার মৌখিক ভাবে জেলা পরিষদে জানান হয়, এমন কি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি নিজে ফোন করে গাছ সরানোর ব্যপারে জেলা পরিষদে বলার পরও জেলা পরিষদ গাছ সরানোর কোন ব্যবস্থা গ্রহন করেনি। গাছ না কাটার কারনে কাজটি শেষ করতে পাচ্ছে না ঠিকাদার। জেলা পরিষদের এক ঘেয়ামীর কারনে একদিকে যেন ড্রেনের কাজের মান খারাপ হচ্ছে অন্য দিকে মীরবাগ এলাকার ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারন কে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। মীরবাগ বাজারে বাজার করতে আসা সাবেক ব্যাংকার আমজাদ হোসেন জানান, ২বছরেও ড্রেনের কাজ শেষ হয় না, মন্ত্রী বলেও যদি কাজ না হয় তাহলে আসলে কার ক্ষমতা বেশী এটি একটি বড় প্রশ্ন। 

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনজুম আলী জানান একটা ড্রেনের কাজ ২বছরেরও শেষ হয়না, খাল খুরে রাখায় অধিকাংশ ব্যবসায়ীর চরম ক্ষতি হয়েছে। এর কি কোন সমাধান নাই ? রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ ০১৭৯৭৯১২২২০ নম্বরে জানান, গাছ অপসারনের সকল কার্য সম্পন্ন হয়েছে এবং গাছ কাটার কার্যাদেশ দেয়া হয়েছে। আশাকরছি দ্রæতই গাছ অসারন হবে এবং ড্রেনের কাজে কোন সমস্যা হবে না। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল ইসলাম জানান জেলা পরিষদের কাজের ধীর গতির জন্য ড্রেনের কাজ দেরী হচ্ছে, তবে আশা করছি দ্রুত কাজ শুরু হবে এবং ভোগান্তি শেয় হবে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত