কাউনিয়ায় বল্লভবিষ্ণু গ্রামে রাস্তার ধারে পরে আছে মৃত গরু --!
প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১৯:৩০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩২
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু গ্রামে রাস্তার ধারে পরে আছে একটি অজ্ঞাত বিদেশি জাতের মৃত গরু। মৃত গরুটির আনুমানিক মূল্য হবে এক লক্ষ টাকার উপরে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানাগেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামে সাবেক মেম্বার শহিদার রহমানের বাড়ীর পাশে পাকা রাস্তার ধারে শনিবার গভীর রাতে কে বা কাহারা গরুটি ফেলে রেখে যায়। রবিবার সকালে একটি অজ্ঞাত বিদেশি জাতের মৃত গরু পরে থাকতে দেখেন স্থানীয় জনসাধারণ। রাস্তার ধারে মৃত গরুটি এক নজর দেখেতে অনেকেই আসেন এবং আফসোসা করেন,এতা বড় গরু কিভাবে মারাগেল। নিমিষেই লোকমুখে ছড়িয়ে পরে মৃত গরু রাস্তার ধারে পরে থাকার খবরটি। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও গরু টির মালিকের সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী ধারনা করছে অসুস্থ গরুটি কে হয়তো কসাইরা কম দামে ক্রয় করে জবাই করার উদ্দেশ্য রাতের আঁধারে পিকাপ ভ্যানে করে কসাইখানায় নিয়ে যাওয়ার পথে মারা যায়। উপায়ন্তর না পেয়ে রাস্তার ধারে মৃত গরু টি কে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানান গরুটির আনুমানিক মূল্য হবে ১লাখ টাকার উপরে। পরিবেশ বিপর্যয়ের আশংকায় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান এর নির্দেশে মৃত গরু টি কে রাস্তা থেকে উদ্ধার করে গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত