কাউনিয়ায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৯:৪৪ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:১৯
কাউনিয়ায় বিআরটিসি বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৩, এসময় ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গত শুক্রবার সকালে উপজেলার রংপুর-কুড়িগ্রাম মগাসড়কের নিজপাড়া গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ ওই তিন জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্বরামখানা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে জসিম উদ্দিন [২৪], একই এলাকার বকদুল হোসেনের ছেলে ময়নুল ইসলাম [২৪] ও বগুড়া শিবগঞ্জ উপজেলার বেরাপাড়া গরিবপাড়া গ্রামের খাজা প্রামানিকের ছেলে বোরহান আলী (২২)। এ ব্যাপারে র্যাব-১৩ এর সদস্য বাদী হয়ে গত শুক্রবার তিনজনকে আসামী করে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে কাউনিয়া থানা ইন্সপেক্টর [তদন্ত] সেলিমুর রহমান জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত