কাউনিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের আনছার আলী ও মশিউর রহমান

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

কাউনিয়া সানাই মোড় ইদ্রিস আলী মার্কেটের আয়োজনে উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মুশিকে মঙ্গলবার ফুলেল শুভেচ্ছা জানন হয়। ইদ্রিস আলী মার্কেটের পরিচালক মোত্তালেব হোসেন এর সভাপতিত্বে শুভেচ্ছা অনুষ্ঠানে শুভেচ্ছা জানান সমাজ সেবক ইদ্রিস আলী, আব্দুর মতিন সহ সানাই মোড়ের ব্যবসায়ীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ভানুজা প্রসাদ সরকার, এমএ আজিজ, মোঃ মোস্তাফিজার রহমান, মোঃ নুর ইসলাম রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু প্রমূখ। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আওয়ামীলীগকে একটি গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলকে এক যোগে কাজ করতে হবে। এর আগে উপজেলার হলদিবাড়ি রেলগেটে ‘আমরা ৯২’এর ছাত্রলীগ এর আয়োজনে ও ৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম নেতৃতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত