কাউনিয়ায় প্রভাবশালী প্রতিবেশীর দেশীয় অস্ত্রের আঘাতে মেডিকেলে কাতরাচ্ছেন রিক্সা চালকের স্ত্রী
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:২৪
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু মোল্লাটারী গ্রামের প্রভাবশালী প্রতিবেশী স্বপন গংদের দেশীয় অস্ত্রের আঘাতে মেডিকেলের বেডে কাতরাচ্ছেন অসহায় রিক্সা চালকের স্ত্রী মিনা বেগম (৪০)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলাবার বিকালে বাদীর বাড়ির সামনে দোকানের পারে।
মিনা বেগম এর অভিযোগে জানাযায় জীবীকার তাগিদে তার স্বামী ঢাকায় রিক্সা চালায়। তার স্বামী বাড়িতে থাকে না আর এই সুযোগে প্রতিবেশী সামসুল এর ছেলেরা তার বাড়িতে প্রায় ঢেলাঢেলিসহ নানা ভাবে হয়রানী করতো। এব্যাপারে স্থানীয় ভাবে মাতাব্বরদের কাছে বিচার চেয়ে না পেয়ে রংপুর কোর্টে কয়েকজনের বিরুদ্ধে ১০৭ ধারায় একটি মামলা করেন তিনি। গত মঙ্গলবার বিবাদীদের রংপুর কোটে হাজিরার তারিখ ছিল। তারা কোটে হাজিরা দিয়ে বাড়ি ফিরে আমাকে বাড়ির সামনে দোকানের পাড়ে দেখা পেয়ে দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে স্বপন, রিপন, সামাদ, হিটলার, জাহিদ, লাভলি, জাহানারাসহ অজ্ঞাত আরও কয়েকজন আমাকে বেধরক মারপিট শুরু করে। এতে আমার শরিরে বিভিন্ন স্থানে জখম ও মাথা ফেটে রক্ত বের হতে থাক এবং আমি মাটিতে পড়ে যাই। আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে কাউনিয়ায় থানায় নিয়ে আসলে পুলিশ আগে মেডিকেলে ভর্তি হতে বলে। পরে পুলিশের সহায়তায় কাউনিয়া মেডিকেলে ভর্তি হয়। বর্তমানে অসহায় দরিদ্র মিনা বেগম তার একমাত্র ৮বছারের একটি সন্তান নিয়ে কাউনিয়ায় মেডিকেলের মহিলা ওয়ার্ডের ৫নং বেডে মাথায় তিনটি সেলাই এর ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছে। মেডিকেলে কাউনিয়া থানার এএসআই এনামুল মিনা বেগম কে দেখে গেছেন। কাউনিয়া থানার ওসি এসএম শরিফ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। মিনা বেগম কে দেখার মতো তার কোন লোকবল নাই। সে থানা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে সুবিচার দাবি করেছে। থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত