কাউনিয়ায় প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১৯:০৯ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪১

রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা রবিবার বিকেলে টিপু মুনশি অডিটরিয়ামে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুন তাহিরিণ, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মৃত্যুঞ্জয় কুমার সেন, প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার বিপ্লব মোহন্ত, বালাপাড়া ইউপি সচিব আকরাম হোসেন, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ প্রমূখ। সভায় সকল কর্মকর্তা, ইউপি সচিব, উদ্যোগতা, এনজিও প্রতিনিধি, সুধীমহলসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত