কাউনিয়ায় প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি শুরু
প্রকাশ: ১৬ জুন ২০২২, ২০:১৩ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭
কাউনিয়াসহ সারা দেশে গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয় ভাসমান-ছিন্নমুল পথিক,ভবঘুরে ও পাগলদের প্রতিটি খানাশুমারি।
রাত থেকে সকাল পর্যন্ত চলে এ কাজ। প্রশিক্ষিত কর্মিরা করছেন ডিজিটাল তালিকা। ১৫ জুন সকাল থেকে ৫ দিনব্যাপি চলবে শুমারির কাজ। দেশে এই প্রথম শুরু হলো ডিজিটাল পদ্ধতিতে শুমারি। দেশের বিভিন্ন স্থানের ন্যায় কাউনিয়া উপজেলায় ১টি পৌর সহ ৬টি উইনয়নের বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমুল মানুষের খানা গণনা করা হয়। পরবর্তীতে ১৫-২১ জুন প্রতিটি খানা গণনা করবেন নিয়োগপ্রাপ্ত কর্মিরা। কাউনিয়া পরিসংখ্যান অফিসার ও সমন্বয়কারী মোঃ আনোরুল ইসলাম বলেন, এনএইচডি ন্যাশনাল হাউজ হোল্ডিং ডাটাবেজ তৈরীর ফলে প্রতিটি পরিবারসহ দেশে এসময়ে অবস্থান নেয়া মানুষ ও পরিবারসহ বিভিন্ন বিষয়ে তালিকা প্রণয়ন হবে। ফলে এক ক্লিকে মিলবে অনেক তথ্য। এটা সরকারের একটি যুগান্তকারী ও মাইলফলক বলে দাবি করেন তিনি। পরিসংখ্যান তদন্তকারী ও উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ মুবাছিদুজ্জামান মুন্না জানান কর্মীরা বাড়ি যেয়ে খানা গণনার কাজ করছেন, পাচ্ছেন সবার সহযোগিতা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত