কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় মহিলা-শিশুসহ চার জন আহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ জুন ২০২২, ২০:২১ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

কাউনিয়া উপজেলার হলদী বাড়ীগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশু সহ চার জন আহত হয়েছে। গত সোমবার বিকালে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের মোখলেছুর রহমানের পুত্র জাহিদ হোসেন (২৫) কে রাতে পুকুরের মাছ চুরির অপবাদ দিয়ে প্রতিবেশি রিদয় মিয়া (২৫) তার পিতা দুলাল মিয়া (৭০) সহ পরিবারের লোকজন তাকে তাদের চাতালের কাছে আটক করে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। এ খবর পেয়ে জাহিদের পিতা দুলাল মিয়া (৭০), মাতা জাহানারা বেগম (৪৬) স্ত্রী বিজলি বেগম (২২) এগিয়ে গিয়ে কেন জাহিদ কে মারপিট করা হলো এর কারণ জানতে চাইলে তাদের কেও অতর্কিত এলোপাতাড়ি মারপিট করে ও শ্লীলতা হানি ঘটায় এবং বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় ঘরে থাকা ৭০ হাজার টাকা ও কানের দুল নাক ফুল ছিনিয়ে নিয়ে যায়। আহত জাহিদ হোসেন (২৫) জাহানারা বেগম (৪৬) বিজলি বেগম (২২) ও বায়োজিদ (৬ মাস) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এস আই সাজু মিয়া বলেন অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত