গরুবোঝাই পিকআপ ও কোচের সংঘর্ষ

কাউনিয়ায় পিকআপ চালক নিহত, আহত ৪, ৮ গরুর মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ মে ২০২২, ০৮:৪৫ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:১৪

কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ বুড়াল ব্রীজের সন্নিকটে গরুবোঝাই পিকআপ ও ঢাকা গামী কোচের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার সহ ৮ টি গরু মারা গেছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। 

থানা ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলের দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিকে পরিবহন নামের একটি কোচ উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়ালব্রীজ এলাকায় পৌঁছিলে বিপরীত দিক দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী একটি গরু বোঝাই পিকআপ ভ্যান (যার নং ন-১১-০৫৬৮) মুখোমুখি সংঘর্ষ হলে কোচ এবং পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুড়িগ্রাম জেলার ভূঙ্গামারী উপজেলার মঈদাম গ্রামের আঃ গফুরের পুত্র পিকআপ চালক সাইফুর রহমান (৩৫) ঘটনা স্থলেই মারা যায়। এসময় পিকআপে থাকা ৮টি গরু মারা যায় এবং পিকআপে থাকা ৪ জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা। রংপুর এবং কাউনিয়া ফায়ার সার্ভিস ইউনিট বিকালে বাস ও পিকআপটি উদ্ধার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান পিকআপ চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত