কাউনিয়ায় পিএফিজি কমিটির পরিকল্পনা প্রণয়ন সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা সোমবার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়ায় উপজেলা পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও টেপামধুপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার এর সভাপতিত্বে পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও হারাগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পলাশ, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, জাতীয় পার্টি নেতা ও মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মাষ্টার, বিএনপির যুগ্ন আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান মন্ডল, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, পুরোহিত পরেশ চক্রবর্তি, জাতীয় পার্টির নেতা ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লাহ, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। সভায় আগামী ৩ মাসের জন্য কাউনিয়ায় উপজেলায় শান্তি সমপ্রীতি রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত