কাউনিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৮:২৮ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:১৯
রংপুরের কাউনিয়ার শিবুকুটিরপাড় এলাকায় বাড়ির পাশে পুকুরে পড়ে আবু হুরাইরা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, শিবুকুটিরপাড় গ্রামের পল্লী চিকিৎসক শরিফুল ইসলামের শিশু সন্তান আবু হুরাইরা রবিবার দুপুরে বাড়ির বাইরে খেলা করছিলো। খেলার ফাকে সকলের অজান্তে আবু হুরাইরা বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজা খুজি করে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে তাকে পানিতে ভাসতে দেখে শিশু টি কে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালাপাড়া ইউপি সদস্য মোঃ হায়দার আলী পানিতে ডুবে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত