কাউনিয়ায় পহেলা সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রয়

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১৯:৫৮ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও বালাপাড়া ইউনিয়নে নিম্ন আয়ের জনসাধারনের জন্য খোলা বাজারে চাল বিক্রয়  ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ জানান, কাউনিয়া উপজেলার হারগাছ পৌরসভায় তিনটি পয়েন্টে ও বালাপাড়া ইউনিয়নের তিনটি পয়েন্টে খোলা বাজারে ৩০টাকা কেজি দরে চাল বিক্রয় ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রতিজন সর্বোচ্চ  ৫কেজি চাল ক্রয় করতে পারবে এবং টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে। শুক্রবার ও সরকারী ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল বিক্রয় হবে। ১ সেপ্টেম্বর কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি পয়েন্টে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহমিনা তারিন সহ অনান্য কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে চাল বিক্রয়ের উদ্বোধন করার কথা রয়েছে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত