কাউনিয়ায় নির্বাহী অফিসারের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেল দরিদ্র ছাত্র সাব্বির

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৯:১১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:২৭

নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সাব্বিরের পরিবারের। বাবা শফিকুল ইসলাম কালু ঢাকায় রাজ মিস্ত্রির যোগালির কাজ করে যা পায় তা দিয়ে সংসারেই চলেনা। এর মধ্যে তার পুত্র মেধাবী ছাত্র সাব্বির তরফদার গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তার মা সালমা বেগম স্বপ্ন দেখেন তার ছেলে দেশে বড় মাপের একজন প্রকৌশলী হয়ে দেশের সেবা করবে। কিন্তু তার ভর্তি হওয়ার মত টাকা নেই তার কাছে। ভর্তি সুযোগ করে দেওয়ার জন্য কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর কাছে আবেদন জানালে তার প্রচেষ্টায় বৃহস্পতিবার ভর্তির সমুদয় টাকার ব্যবস্থা করে দেন তিনি। তাকে সহায়তায় এগিয়ে আসেন আল-হেরা ফাউন্ডেশন ও উপজেলা পরিষদ এবং কর্মকর্তাগন। ভর্ত্তির টাকা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধামিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাব্বির মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কাউনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ অর্জন করে। তার বাড়ী কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে। তারা দুই ভাই বোন। উচ্চ শিক্ষা অর্জনে সে সকলের নিকট দোয়া কামনা করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত