কাউনিয়ায় নিজপাড়া গ্রামে দিনে দুপুরে বাড়ি চুরি, চোর আটক  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৯:৩৬ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

কাউনিয়ার বালাপাড়া ইউপির নিজপাড়া গ্রামে আঃ ছামাদের বাড়িতে শুক্রবার সকালে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে চোর বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর চৈতার মোড় এলাকার আজিজুল ইসলামের পুত্র। আঃ ছামাদ জানান সে কাজে বাহিরে ছিল স্ত্রী গেছে পাশের বাড়িতে এ সুযোগে বিপ্লব ঘরে প্রবেশ করে ব্যাগে থাকা ৩০ হাজার টাকা নেয়। হঠাৎ স্ত্রী বাড়িতে প্রবেশ করে তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে পাশের বাড়ীর লোকজন এসে তাকে আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব আরো তিনবার এ বাড়ি চুরি করে এবং কুটিপাড়া গ্রামের সুমন, মেহেদী, মুন্না সহ নিজপাড়া গ্রামের কৃষক লীগ নেতা আবু তাহের এর ডিসকভার মটর সাইকেল টি ও তারা চুরি করে লালমনিরহাটে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করেছে বলে জানায়। দিনে দুপুরে চুরি করতে আসা চোর কে দেখতে শত শত মানুষের ভীড় জমে। চোর কে পরে পুলিশ হাতে সোপর্দ করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ জানান, সন্দেহ ভাজন একজন চোর আটক হয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত