কাউনিয়ায় ধেয়ে আসছে বন্যা, উপজেলা প্রশাসনের শর্তকবার্তা
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১৯:১৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৭
ভারতে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ায় সেই পানি বাংলাদেশের নীলফামারী ডালিয়া পয়েন্ট দিয়ে তিস্তা নদীতে চাপ দিবে। ফলে ডালিয়া ব্যারেজের জলকপাট খুলে দিতে হবে এবং সেই পানিতে ভয়াবহ বন্যার আশংকা দেখা দিয়েছে। বুধবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে ভোররাতে তিস্তার পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হতে পরে। এই আশংকায় কাউনিয়া উপজেলা প্রশাসন তিস্তা নদীর তীরবর্তী ও পার্শ্ববতী এলাকার সর্বসাধারণকে সর্তক থাকার জন্য বলা হয়েছে। সেই সাথে মাছ ধরা অন্য কোন প্রয়োজনে নদীতে না যাওয়ার বা না নামার জন্যও বলা হয়েছে এবং প্রয়োজনে পার্শ্ববর্তী বন্যা আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তত রাখা হয়েছে সেখানা অথবা, নিকটবর্তী প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান নেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ সর্বত্র সর্তক বার্তা পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে নির্দেশ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এ শর্তকবার্তা জারি করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত