কাউনিয়ায় ধান ক্ষেতে শত্রু পোকা চিহিৃত করতে আলোক ফাঁদ

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১ |  আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১

কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ১টি পৌরসভাসহ ৬ ইউনিয়নে গত মঙ্গলবার রাতে একযোগে ১৭টি স্পটে আলোক ফাঁদ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু মোঃ মনিরুজ্জামানের নির্দেশে উক্ত কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সজল সরকার ও আজমাইন মুশতারী। উক্ত কার্যক্রমে শত্রু পোকার মধ্যে মাজরা পোকার মথ, বাদামি ঘাঁস ফরিং, সবুজ পাতা ফরিং, পাতা মোড়ানো পোকার মথ, যথাক্রমে ১%, ১%,২% ও ১০% পাওয়া গেছে। উপকারী পোকার মধ্যে রয়েছে বোলতা, মাকড়সা, ড্রগন ফ্লাই ইত্যাদি। কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার বলেন, বর্তমানে ধানের কাইচ থোর স্তর, থোর স্তর ও কিছু কিছু ক্ষেত্রে উদগমন স্তরে আছে। এই পর্যায়ে ধানের প্রধান শত্রু কারেন্ট পোকার জীবনচক্র চলমান থাকে। তাই কৃষকদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। যেহেতু কারেন্ট পোকা তেমন পাওয়া যায়নি, তাই ভয়ের কোনো কিছু নাই। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু মোঃ মনিরুজ্জামান জানান, আমান ধান ক্ষেত পোকা মাকর মুক্ত রাখতে এই কার্যক্রম অনুযায়ী চলমান থাকবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত