কাউনিয়ায় দিনে-দুপুরে মটর সাইকেল চুরি!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১৮:৩৯ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১২

কাউনিয়া উপজেলার ব্যস্ততম এলাকা গালস্ স্কুল মোড় স্টেশন রোডে আব্দুল জলিলের ঔষধের দোকানে পাশে পল্লী বিদ্যুতের খুটির সাথে রাখা একটি ডিসকভার-১২৫ সিসি লাল কালো মটর সাইকেল গত মঙ্গলবার দিনে-দুপুরে চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। 

জানাগেছে উপজেলার হলদী বাড়ী গ্রামের মৃত তছির উদ্দিন এর পুত্র ধান ও পাট ব্যবসায়ী মোঃ এমদাদুল হক দুলু জানান তিনি মঙ্গলবার সোয়া ১ টার দিকে আব্দুল জলিলের ঔষধের দোকানের সামনে স্টেশন রোডের ধারে বিদ্যুতের খুঁটির কাছে তার ব্যবহৃত লাল কালো রংঙ্গের ডিসকভার-১২৫ সিসি যার নম্বর-রংপুর হ-১৫-৭০৭৫ মটর সাইকেল টি রেখে শাহ আলমের দোকানে চা খেতে প্রবেশ করেন। চা খেয়ে একটু পরে বের হয়ে দেখেন তার মটর সাইকেল চুরি হয়ে গেছে। 

পরে তিনি পুলিশ কে বিষয় জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ভুইয়া স্টোরে সিসি ক্যামেরা দেখে চোর সনাক্ত করার চেষ্টা করে। ওসি মাসুমুর রহমান তাকে থানায় একটি ডায়েরি করার পরামর্শ প্রদান করেন। কিছু দিন মটর সাইকেল চুরি বন্ধ থাকলেও আবারও মটর সাইকেল চুরি শুরু হয়েছে। গত তিন মাসে ৩টি মটর সাইকেল চুরি গেছে। এতে মটর সাইকেল মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ প্রশাসন জানিয়েছে মটর সাইকেল উদ্ধারে জোর তৎপরতা চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত