বাম্পার ফলনের সম্ভাবনা

কাউনিয়ায় দিগন্ত জুড়ে সরিষা ফুলের হলুদের সমারোহ

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৯:০৫ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩

কাউনিয়ায় দিগন্ত জুড়ে সেজেছে সরিষার ফুলের সমারোহ। চারদিকে তাকালেই দেখা যায় হলুদ রঙের ফুলের সমারোহ। ফুলের সঙ্গে মৌমাছির গুঞ্জন শুনতে বেশ ভালো লাগে। সরিষার মাঠে গেলে ফুলের গন্ধে মন ভরে ওঠে। হলুদ রং মন কেড়ে নেয়। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষক। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানাগেছে, ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে প্রচুর পরিমাণে সরিষার চাষ হয়। এবার ফলনও হয়েছে ভালো। আমন ধান কাটার সাথে সাথে কৃষক কোমর বেঁধে মাঠে নামেন সরিষা চাষে। এক সময় কাউনিয়ায় আমন ধান কাটার পর বিস্তৃর্ণ জমি পড়ে থাকত। কিন্তু বর্তমানে আমন ধানের জমিতে সরিষার চাষ হচ্ছে। কৃষকরা আশা করছেন কোনো রোগবালাই না হলে এবার সরিষার বাম্পার ফলন হবে। 

উপজেলার গংগানারায়ন গ্রামের কৃষক গোলাপ জানান, এ বছর তিনি ১ দোন (২৫শতক) জমিতে সরিষার চাষ করেছেন। এখন পর্যন্ত কোনো রোগবালাই দেখা দেয়নি। কোনো দূর্যোগ না হলে দোন প্রতি ৩ থেকে ৪ মন সরিষার ফলন হবে। একই কথা জানিয়েছেন উপজেলার রাজিব গ্রামের কৃষক আঃ কাশেম।

 সাব্দি গ্রামের কৃষক তাজরুল ইসলাম জানান, সরিষা চাষের পরই জমিতে বোরো ধানের চাষ করা যায়। এতে জমিতে সার কম লাগে। তাছাড়া সরিষার পাতা ও শিকড় সবুজ সারের কাজ করে এবং বোরো ধানের ফলনও ভালো হয়।

 উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪শ ৮৫হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী চাষ হয়েছে। এছারাও উপজেলায় ৯৬০জন চাষিকে প্রনোদনার বীজ প্রদান করা হয়েছে। আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত