কাউনিয়ায় থানায় ইউএনও উলফৎ আরা বিদায় ও তাহমিনা তারিন বরণ
প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৭:০৯ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭
কাউনিয়া থানা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার রাতে থানা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর বিদায় এবং নবাগত নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর বরণ অনুষ্ঠান থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) রংপুর মোঃ আরমান হোসেন পিপিএম। বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, নবাগত নির্বাহী অফিসার তাহমিনা তারিন, পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আজিজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, ওসি (তদন্ত) সেলিমুর রহমান প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান ও নবাগত ইউএনও কে ফুল দিয়ে বরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত