প্রেমিকসহ গ্রেফতার-২

কাউনিয়ায় ত্রি-মূখি প্রেমের বলি হলো ইভা  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৬:০৩ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:২২

প্রেমে বিচ্ছেদ ও ত্রি-মূখি প্রেমের কারণে কাউনিয়ায় ধারালো ছুরির একাধিক আঘাতে হত্যা করা হয় স্কুল ছাত্রী সানজিদা আক্তার ইভা (১৬) কে। এ ঘটনায় গ্রেফতার কৃত নাহেদুল ইসলাম সায়েম (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। গত বুধবার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

জানাগেছে ঘটনার পর গত বুধবার ভোরে সায়েমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সায়েম পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুক উপাশু গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুর হোসেনের পুত্র। সায়েম রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। অপরদিকে নিহত সানজিদা আক্তার ইভা কাউনিয়ার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহিম খাঁন এর কন্যা এবং পাশ্ববর্তী পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর গ্রামে (নব্দিগঞ্জ-মধুপুর সড়ক) রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। 

ইভার চাচা সোলেমান আলী বলেন ইভার দুর সম্পর্কের মামা হন নাহেদুল ইসলাম সায়েম। পারিবারিক ভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এ নিয়ে উভয় পরিবারে ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইভা প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। ইভার পিতা দেশে ফিরে আসায় ৮মাস ধরে তাদের মধ্যে কোন সম্পর্ক ছিল না বলে জানতে পেরেছি। তিনি আরো বলেন মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার কথা বাড়ী থেকে বের হয় ইভা। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। রাত সাড়ে দশটার দিকে কাউনিয়া থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে কাউনিয়া মেডিকেলে গিয়ে লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আশরাফুল আলম আরো জানান, প্রেম ঘটিত বিষয় কে কেন্দ্র করে ইভাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত প্রেমিক নাহেদুল ইসলাম সায়েম আদালতে এ হত্যা কান্ডের দায় স্বীকার করেছেন। তার দেয়া তথ্য মতে নব্দিগঞ্জ বিহারী এলাকার শেখ মোঃ হায়দার আলীর পুত্র শেখ মোঃ মনিরুজ্জামান প্রিন্স কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যা কান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কী না তা গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত