কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৪:২০ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

টানা কয়েকদিনের বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে চরা লের নিচু জামিগুলো তলিয়ে উর্তি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে প্রায় ১০ হেক্টর জমির বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ৩য় দফায় নদীর পানি বৃদ্ধির ফলে ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন।

সরেজমিনে গিয়ে স্থানীয় কৃষকের সাথে কথা বলে জানাগেছে চরা লের কৃষক সাধারণ তিস্তার জেগে ওঠে চরে নানা ধরনের ফসল চাষাবাদ করে বার্তি আয় করে থাকেন। এই আয় দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়া লেখা খরচ সহ বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণ পরিশোধ করে থাকেন। হঠাৎ করে বৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে উপজেলার প্রায় ২২টি চরের অধিকাংশ ফসল তলিয়ে যায়। এতে করে উঠতি বোরো ধান, বাদাম, কাউন, মরিচ-পেঁয়াজ, মিষ্টি কুমড়া, গম, তামাক ও ভুট্টাসহ বিস্তীর্ণ চরের ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চরা লের কৃষকরা। 

ডালিয়া পয়েন্ট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে উজান থেকে পানি আসায় ডালিয়া ব্যারেজে ৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। এতে করে তিস্তার পানি বৈশাখের শুরুতে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গদাই গ্রামের কৃষক আলামিন জানায় তার প্রায় ৩ দোন জমির বাদাম তলিয়ে গেছে, অপর কৃষক আলমগীর জানায় তার প্রায় ১ দোন জমির বোরো ধান তলিয়ে গেছে। 

উপজেলা কৃষি বিভাগ জানান, নদীর পানি বৃদ্ধির ফলে প্রায় ২৫ হেক্টর জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষকের ক্ষেতের উঠতি ফসল পানিতে তলিয়ে যাওয়ায় তাদের স্বপ্ন নদীর জলে ভেসে গেছে। উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভিন জানন, তিস্তার জেগে ওঠা চরা লে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। তবে উপজেলায় এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী কৃষকদের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত