কাউনিয়ায় ট্রাফিকের ভয়ে মোটর সাইকেলের ধাক্কায় অটোরিক্সা উল্টে দুই যুবক আহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১০:০০ |  আপডেট  : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৭

কাউনিয়ায় ট্রাফিক সার্জেন্ট কে রাস্তায় গাড়ি আটকাতে দেখে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর সময় ব্যাটারী চালিত অটো কে ধাক্কা দিলে অটোরিক্মা উল্টে গিয়ে অটোর যাত্রী ও চালক গুরুত্বর আহত হয়। ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে তিস্তা সড়ক সেতুর সন্নিকটে রাজেন্দ্র বাজার এলাকায়। আহতরা হলেন উপজেলার হরিশ্বর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র অটোরিক্মার যাত্রী মোঃ জুয়েল মিয়া (২০) ও নিজপাড়া গ্রামের দুদু মিয়ার পুত্র অটোচালক লিটন মিয়া (১৮) আহত দুই জনকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে জুয়েল মিয়া কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে পরিবারের লোকজন। মোটরসাইকেল চালক কে আটক করা সম্ভব হয়নি। সে মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত