কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিজিবির ন্যান্স নায়েকের মৃত্যু
প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৯:৪৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৯
নওগাঁ বিজিবি ক্যাম্প থেকে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু হানিফ (৩৪) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য ন্যান্স নায়েক আবু হানিফ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুকনাককাটি গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিজেপি সদস্য আবু হানিফ ঈদের ছুটিতে নওগাঁ পতœীতলা বিজিপি ক্যাম্প থেকে মোটরসাইকেল যোগে রাজারহাটে বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে কাউনিয়া মীরবাগ কলেজ এলাকায় পৌঁছালে লালমনিরহাট থেকে আসা পিরোজপুর ট-১১-০৩২০ একটি গরু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে আবু হানিফ গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন, ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় ট্রাক ও চালক আরিফ হোসেনকে আটক করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত