কাউনিয়ায় টেপামধুপুরে স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৫:৫৬ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬
কাউনিয়া উপজেলার টেপামধুপুর পূর্ব রাজিব গ্রামে রবিবার সকালে ওয়ারড্রপের চাবি স্বামী কে না দেওয়ায় স্বামীর পিটুনিতে আহত হয়ে স্ত্রী তানজিনা খাতুন (১৯) হাসপাতালে ক্ষতের যন্ত্রণায় ছটফট করছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পূর্ব রাজিব গ্রামের আলামিন ইসলামের সাথে প্রায় এক বছর আগে বিয়ে হয় তানজিনা খাতুনের। যৌতুক নির্ধারন করা ৭০হাজার টাকা। তার মধ্যে নগদ দেয়া হয় ৬০হাজার টাকা। বাকী ১০হাজার টাকার জন্য প্রায় সময় স্বামী তার স্ত্রীর উপর শারিরীক ভাবে নির্যাতন চালায়। ঘটনার দিন রবিবার সকালে স্বামী আলামিন স্ত্রী তানজিনা খাতুনের নিকট টাকা বের করার জন্য ওয়ারড্রবের চাবি চায়। জুয়া খেলা সহ কারণে অকারণে টাকা খরচ করায় স্ত্রী চাবি লুকিয়ে রেখে তার শ্বাশুড়ী মাকে চাবি জমা দিয়েছেন বলে জানায়। এতে স্বামী আলামিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে বাবার বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের বেডে ক্ষতের যন্ত্রণায় ছটফট করছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বলেন ঘটনা স্থলে পুলিশ গিয়ে ছিল, মেয়ে পক্ষের অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। করোনা কালে এলাকায় ব্যাপক হারে নারী নির্যাতনসহ অসামাজিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত