কাউনিয়ায় টেপামধুপুরে সার ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৯:৩৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বুড়িরহাট বাজারে সার ব্যবসায়ী মের্সাস সোহাগ সার ঘরের মালিক আলম মিয়ার ৩০ হাজার টাকা জরিমানা মানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও নির্বাহী অফিসার তাহমিনা তারিন।

ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাই জানান, বৃহস্পতিবার মূল্য বেশি রাখা ও অবৈধভাবে সার মজুদ, কাগজ পত্র ঠিক না থাকায় বুড়িরহাট বাজারের মের্সাস সোহাগ সার ঘরের মালিক আলম মিয়ার ৩০ হাজার টাকা জরিমানা মানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম প্রমূখ। ভোক্তা অধিকার সংর¶ণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক জরিমানা করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত