কাউনিয়ায় টেপামধুপুরে নব মুসলিমের লাশ উদ্ধার!
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১৯:০৪ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০০:১৩
কাউনিয়ার টেপামধুপুর ইউপির জিগাবাড়ী এলাকায় গত রবিবার রাতে রাস্তার ধারের ধান ক্ষেত থেকে শহিদুল ইসলাম জিহাদী (৫৭) নব মুসলিম নামের এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে টেপামধুপুর ইউপির জামতলা এলাকার বাসিন্দা নব মুসলিম শহিদুল ইসলাম জিহাদী (৫৭) রবিবার বিকালে বাই সাইকেলে স্থানীয় টেপামধুপুর হাটে বাজার করতে যান। বাড়িতে এসে ইফতার করার কথা ছিল তার। তবে বাড়িতে ফিরলেন জীবিত নয় লাশ হয়ে। এক পথচারী জিগাবাড়ী ইন্তাজ ডাক্তারের মোড় এলাকায় টর্স লাইটের আবছা আলোয় রাস্তার ধারে ধানের ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। নিমিষেই বহু লোক জড়ো হয়ে যায়। পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশের পাশে তার বাই সাইকেল টিও পড়ে ছিল। স্থানীয় টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে অনেকে ধারণা করেছেন বাইসাইকেল থেকে ধান ক্ষেতে পড়ে গিয়ে আঘাত পেয়ে অথবা হার্ড এ্যাটাক করে মারা যেতে পারেন তিনি। ওসি মাসুমুর রহমান বলেন পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত