কাউনিয়ায় টেপামধুপুরের গরু চুরি করতে এসে ট্রাক খাদে
প্রকাশ: ৯ জুন ২০২২, ২০:০২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৬
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জামতলা এলাকায় একটি সংর্ঘবদ্ধ চোরচক্র ট্রাক নিয়ে গত বুধবার রাতে গরু চুরি করতে এসে পালাতে গিয়ে ট্রাকটি রাস্তার ধারে পড়ে যায়। চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে বুধবার রাতে একটি সংর্ঘবদ্ধ চোরচক্র ট্রাক নিয়ে জমতলা গ্রামের আব্দুল লতিফ এর গোয়াল ঘর থেকে একটি গরু ও দুইটি বাছুর বের করে রাস্তায় নিয়ে আছে আর একটি গরু বের করতে গেলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে চোর চক্র গরু রেখে পালিয়ে যায়। এরপর এলাকার লোকজন রাস্তায় বের হলে চোর চক্র ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে ধরে আশ্রম পার হয়ে আনন্দ কুমারের বাড়ির কাছে এসে রাস্তার ধারে পড়ে যায়। চোর চক্র ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। মা-বাবার দোয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্র-ট- ২৪-১১৬৯। পরদিন বৃহস্পতিবার কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। স্থানীয় চকিদার শুশান্ত জামতলার আঃ লতিফ এর গোয়াল ঘরের গরু বের করার বিষয়টি নিশ্চিত করেন। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত