কর্তৃপক্ষ নিরব দর্শক
কাউনিয়ায় ঝুঁকিপূর্ণ গাছের নীচে কাজ করে পাপস শ্রমিকরা
প্রকাশ: ২৪ জুন ২০২২, ২০:০৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:২২
কাউনিয়ার থানা রোডের ধারে পাপস কারখানার (কুটির শিল্প) উপর একটি ঝুঁকিপূর্ণ রেইনট্রি (কড়াই) গাছ ২৪ জন পাপস শ্রমিকসহ পথ চারীদের জীবন হানীর কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েও অপসারন হচ্ছে না গাছটি। কর্তৃপক্ষ যেন নিরব দর্শক।
জানাগেছে প্রায় দশ বছর আগে থানা ভবন থেকে ৫০০ গজ পূর্বে রাস্তার ধারে কুটির শিল্পের আওতায় একটি পাপস কারখানা গড়ে ওঠে। সেখানে মহিলাসহ ২৪ জন শ্রমিক কাজ করে। ওই পাপস কারখানার কারুকাজ খচিত পাপস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশ থেকে অর্থ উপার্জনকারী কারখানার শ্রমিকরা সর্বদা ঝুঁকি পূর্নট্রি গাছটি কারখানার উপর ঢালপালা সহ ভেঙ্গে পড়ার শঙ্কায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। নিজপাড়া গ্রামের বাসিন্দা কারখানার তত্বাবধায়ক মোঃ আনোরুল আজিম এলিন সরকারি ঝুঁকিপূর্ন রেইনট্রি কড়াই গাছটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন বলেন একটি আবেদন পেয়েছি। উপজেলা বন বিভাগ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা করার। প্রাকৃতিক দ‚র্যোগ ও ঝড়-বৃষ্টির সময় পাপস কারখানার শ্রমিকরা আতঙ্কের মধ্যে দিয়ে কাজ করে। এ কারণে সরকারি এ বৃহৎ ঝুঁকিপূর্ণ গাছটি দ্রুত অপসারণের দাবী জানিয়েছে ওই পাপস কারখানার ২৪ জন শ্রমিক সহ এলাকা বাসী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত