কাউনিয়ায় জীবন্ত গাঁজা গাছ সহ ব্যবসায়ী গ্রেফতার  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১৯:০৩ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫

কাউনিয়ায় আখ ক্ষেতের মাঝে অভিনব কায়দায় গাঁজা চাষ, দু'টি জিবন্ত গাঁজা গাছ ও দুইশো গ্রাম শুকনো গাঁজা সহ মোঃ আয়নাল হক দয়াল (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গত রবিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা সূত্রে জানাগেছে উপজেলার হরিশ্বর গ্রামের মৃত্যু হাতেম আলীর পুত্র মোঃ আয়নাল হক দয়াল (৬৫) বাড়ির পাশে নিজের আখ ক্ষেতের মাঝে লোকচক্ষুর আড়ালে গাঁজা চাষ ও গাঁজার ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম শুকনো গাঁজা সহ দয়াল কে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে আখ ক্ষেত থেকে জীবিত দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ওসি মাসুমুর রহমান বলেন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত