কাউনিয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ১৯:৩০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

কাউনিয়া উপজেলা শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কাউনিয়া উপজেলা শিশু নিকেতন, বীর মুক্তিযোদ্ধঅ টিপু মুন্শি অডিটরিয়াম ও কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে ক,খ,ও গ গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার মধ্যে ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারন জ্ঞান, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কেরাত তরজমাসহ, শিশু সাহিত্য ধারাবাহিক গল্প বলা, সঙ্গিীত দেশাত্ববোধক, রবিন্দ্র, নজরুল সংগীত, ছড়াগান, লালনগীতি, মুর্শিদী, হাসনরাজার গান, রাধারমন, লোকো সঙ্গিত, হামদ, নাথ, উচ্চাঙ্গ সংগীত, তবলা, দোতারা, সেতারা, বাঁশী, নৃত্য মনিপুরী, কথ্থক, ভরত নাট্যম, লোকনিত্য, চিত্রাঙ্কন, আমার দেখা বাংলাদেশ (জলরং/প্যাস্টেল রং/পোষ্টার রং) বাঙ্গালির উৎসব, উন্নয়নের বাংলদেশ, কুটির শিল্প, বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন, বালক বালিকার দাবা, ব্যাডমিন্টন, এ্যাথটি· (১০০মিটার দৌড়,উচ্চ লম্ফ,দীর্গ লম্ফ,) ১০০ মিটার মুক্ত সাঁতার প্রমূখ। প্রতিযোগিতায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষগনের সমš^য়ে বিচারক মন্ডলি প্রতিযোগিতা পরিচালনা করেন। গত মঙ্গলবার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত