কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জের, যুবক খুন,  প্রধান আসামী রাজা ঢাকায় গ্রেফতার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়নের বিনোদমাঝি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হুমায়ুন কবির খুনের ঘটনায় দায়ের কৃত মামলার প্রধান আসামী মহির উদ্দিন রাজা (৪৭) কে র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হুমায়ুন কবির টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানাগেছে।

থানা সূত্রে জানা গেছে মহির উদ্দিন রাজা দীর্ঘদিন পলাতক থাকার পর আধুনিক প্রযুক্তির সহায়তায় গত রবিবার রাতে রাজধানী ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মকছেদ আলী জানান, গ্রেফতারকৃত আসামী মহির উদ্দিন রাজা বাদীনির নিকট আত্মীয়। কাউনিয়া থানার মামলা নং-১২/৭৫। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে র‌্যাব-৩ ঢাকায় তাকে গ্রেফতার করে সবুজবাগ থানায় হস্তান্তর করে। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর রাতে তদন্ত কর্মকর্তা আসামীকে কাউনিয়া থানা পুলিশের জিম্মায় নেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত