জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পৌরসভা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৪

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার ১৫ সেপ্টেম্বর বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা এড, আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা একাদশ মোকাবেলা করে সরিষাবাড়ী উপজেলা একাদশের সাথে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় জামালপুর পৌরসভা একাদশ ২-১ গোলের ব্যবধানে সরিষাবাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার হোসেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
বৃষ্টি বিঘ্নিত ফাইনাল খেলায় ২০ থেকে ২৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পুরো গ্যালারিতে তিল ধারনের ঠায় ছিল না। গ্যালারিতে জায়গা না পেয়ে হাজার হাজার দর্শক মাঠের ভিতরে প্রবেশ করে মাঠের চারিদিকে দাঁড়িয়ে থেকে খেলা উপভোগ করেন।
গত ৩০ আগস্ট এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হচ্ছে জামালপুর পৌরসভা একাদশ, জামালপুর সদর উপজেলা একাদশ, মেলান্দহ উপজেলা একাদশ, ইসলামপুর উপজেলা একাদশ, দেওয়ানগঞ্জ উপজেলা একাদশ, সরিষাবাড়ী উপজেলা একাদশ, মাদারগঞ্জ উপজেলা একাদশ এবং বকশীগঞ্জ উপজেলা একাদশ। ওইদিন টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত