কাউনিয়ায় চকিদার দফাদারদের সাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৪:৫০ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯
রংপুর জেলা প্রশাসকের প্রেরিত কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে পরিষদ ক্যাম্পাসে ৬টি ইউনিয়নের দফাদার, মহল্লাদারদের মাঝে সাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।
৫৮ জন দফাদার ও মহল্লাদারের মাঝে সাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, অফিস সহকারী মোঃ একরামুল হক প্রমূখ। উপজেলার ৬ ইউনিয়নের ৬জন দফাদার, ৫২জন মহল্লাদার কে সাইকেল, ফুলসার্ট, হাফসার্ট, জ্যাকেট, বাঁশি, লাঠি, ছাতা, কমরের বেল্ট, সাইকেল ব্যাগ ও জুতা প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত